নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের শিরির চালা এলাকায় জান্নাতুল ফেরদৌস (৬৫) নামে এক বৃদ্ধাকে মারধোর করে সাদা কাগজে টিপসই নেয়ার অভিযোগ উঠেছে মো. রাইজুদ্দিন (৩৫) ও ফাইজুল ইসলাম (৩০) নামে দুই সহোদরের বিরুদ্ধে।
এই বিষয়ে বৃদ্ধার মেয়ে মোছা. মাহমুদা আক্তার মনিরা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার নম্বর ২২০ তারিখ ০৫/০৪/২০২৩।
সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, জয়দেবপুর থানাধীন শিরির চালা এলাকার মৃত গিয়াস উদ্দিনের দুই ছেলে রাইজুদ্দিন ও ফাইজুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে বিরোধ ও আদালতে মামলা চলমান রয়েছে।
এই অবস্থায় গতকাল মঙ্গলবার(৪ঠা এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় বৃদ্ধা জান্নাতুল ফেরদৌস ইফতার করার সময় তার ঘরে অতর্কিত প্রবেশ করে তাকে মারধোর করে আদালত থেকে আনা ওকালতনামা ও সাদা কাগজে টিপসই নিয়ে যায় রাইজুদ্দিন ও ফাইজুল। বিষয়টি স্থানীয় প্রতিবেশীদেরও অবহিত করা হয়েছে। পরে মা অসুস্থ থাকায় তার পক্ষে এবিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়রি করেন মেয়ে মোছা. মাহমুদা আক্তার মনিরা। তাদের ধারণা সাদা কাগজে টিপসই নিয়ে বড় কোন ক্ষতি করতে পারেন সেই দুই সহোদর। এরই মধ্যে আতঙ্কের মধ্যে দিন পার করছেন মা মেয়ে।
এবিষয়ে অভিযুক্ত দুই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে হলেও সাড়া মেলেনি।
Leave a Reply