নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের কাপাসিয়ার সূর্য্যনারায়ণপুর এলাকায় অবস্থিত কোকোমো সানসেট রিসোর্টের কাছে জমি বিক্রি করে তা রেজিস্ট্রি না দিয়ে উল্টো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে হেলাল উদ্দিন খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (৯ এপ্রিল) গাজীপুর সদর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কোকোমো সানসেট রিসোর্টের মালিক শহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, হেলাল উদ্দিন খানের কাছ থেকে ২০১১ সালে ৩৩ শতাংশ জমি ক্রয় করলেও তিনি এখন তা রেজিষ্ট্রি না দিয়ে বরং প্রতিষ্ঠান টির বিরুদ্ধে ভাড়া করা লোক দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্টার ফেস্টুন করে প্রতিষ্ঠান টির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এতে কোকোমো সানসেট রিসোর্টের মালিক শহিদুল ইসলাম ব্যবসায়িক,সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন শহিদুল ইসলাম। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধন করে সম্মানহানি করায় কোকোমো সানসেট রিসোর্টের মালিক শহিদুল ইসলাম ১০ কোটি টাকার মানহানি মামলা করেন।
২০১১ সালের মে মাসের ১৬ তারিখে হেলাল উদ্দিন খান কোকোমো সানসেট রিসোর্টের মালিক শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা ও পে অর্ডারের মাধ্যমে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জমি বিক্রি বাবদ নিয়ে ৬ মাসের মধ্যে জমি রেজিষ্ট্রি করে দেয়ার কথা বলেন।
কিন্তু ৬ মাসের মধ্যে জমি রেজিষ্ট্রি করে দেয়ার কথা থাকলেও জমি বিক্রির পুরো টাকা নিয়েও ১১ বছর পরও জমির রেজিষ্ট্রি না পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হলেও এতে কোনো সাড়া দেননি হেলাল উদ্দিন উল্টো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি। জমি বুঝিয়ে দিতে হেলাল উদ্দিন কে উকিল নোটিশ পাঠালেও এর কোনো জবাব দেননি তিনি।
সংবাদ সম্মেলনে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক সহ গাজীপুরের বিভিন্ন ইলেক্ট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply