মোঃ সোহেল খান স্টাফ রিপোর্টার:
জেলা পুলিশ নেত্রকোনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ স্যারের নির্দেশে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শাকের আহমেদ স্যারের নেতৃত্বে একটি বিশেষ টীম নেত্রকোনা পৌরসভাধীন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি ৮০০ গ্রাম গাজাসহ একজন মাদক ব্যাবসায়ী কে আটক করে।
গতকাল ০৯/০৪/২০২৩ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সঙ্গীয় অফিসার এসআই/ ফাহাদ, এসআই/ আশরাফ ও ফোর্সের সমন্বয়ে একটি টীম হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহজালাল বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী ১। কামরুল হাসান, পিতা- অফিজ উদ্দিন, সাং- মনকাশাইর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে। পরে তার ব্যাগ সাথে থাকা ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো মোট ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, সে মৌলভীবাজারের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকা হয়ে মাদারীপুর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ রক্ষা না হওয়ায় তাদেরকে পুলিশ আটক করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জনাব খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এক জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদক নির্মূল করণে মডেল থানা পুলিশ সদা তৎপর রয়েছে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
Leave a Reply