মোঃ আজিজুল হক তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
দেশের সকল শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ড ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া।
গত মঙ্গলবার (১১এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় ফকিরাপুল আলাউদ্দি ভিলা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ক্লাবের সাধারণ সম্পাদক,দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন,খেটে খাওয়া মানুষেরা যেন তাদের পরিবার-পরিজনকে নিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে পারেন, ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়াও মানুষের ঈদ যাত্রা যেন নিরাপদ ও শুভ হয়, মানুষ যাতে সুন্দরভাবে পৌছাইতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে।দেলোয়ার হোসেন ভূঁইয়া আরো বলেন, কোন ধরনের ভোগান্তি ও দুর্ঘটনা ঈদের আনন্দকে ম্লান না করে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন,ওয়ার্ল্ড মেডিয়া ক্লাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট দৈনিক একুশের বাণী পত্রিকার সম্পাদক, আশরাফ সরকার, উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ দুলাল মিয়া, আব্দুর রহমান,মোঃ মোরশেদ হোসেন, বাংলাদেশ মুক্তি পার্টির মহাসচিব নুরুল আবছার,ওয়াল্ড মেডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ও প্রচার সম্পাদক জামাল উদ্দিন, গবেষক সম্পাদক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক তালুকদার,ধর্ম বিষয়ক সম্পাদক কাইয়ুম হোসেন,সদস্য কাইয়ুম হোসেন, সাইফুল সদ্দার, লিটন মৃদা, শামীম হোসেন, কাজল মিয়া, হারুনুর রশিদ খান, তাসলিমা খাতুন প্রমুখ।
Leave a Reply