মোঃ আজিজুল হক তালুকদার :
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা এ,ক,এম আফজালুর রহমান বাবুর পক্ষহতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলা শাখা, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামাল।
সৎ ও সাহসী নেতা আজিজুল হক কামাল বলেন,ঈদুল ফেতরের দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মা সংযমের পর মুসলিম উম্মতের জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই দেশ ও বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মতের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী -গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্হ্যতার সহিদ ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মাশুদ্ধি ও সংযমের মাস, তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরীব -দুখী দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরো বলেন ঈদ সব শ্রেনী -পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মেএী ও সম্প্রীতি বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।
সবশেষে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
মোঃ আজিজুল হক তালুকদার
সম্পাদক ও প্রকাশক: বাংলা টিভি টুয়েন্টি ওয়ান
ফোন- ০২-৯৫৭০৯৩৩
মোবাইল –০১৭৭৮২৬২৮৫৭
Leave a Reply