স্টাফ রিপোটারঃ
বুধবার (২৬ এপ্রিল) মাও জহিরুল ইসলাম মান্নানী সাহেবের উদ্যোগে,মাও ক্বারী সুলতান আহমাদ পীর সাহেব ফুলপুরী হুজুর ও ক্বারী আমজাদ সাহেবের সভাপতিত্বে ফুলপুর তারাকান্দার বক্তাদের নিয়ে এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সকলের মতামত ক্রমে, ফুলপুর তারাকান্দা ওয়ায়েজীন পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠন নামকরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে যেসকল বক্তারা
উপস্থিত ছিলেন মাও জহিরুল ইসলাম মান্নানী,মাও ক্বারী সুলতান আহমাদ পীর সাহেব ফুলপুরী হুজুর, মাও আবু হানিফা সিকদার সাহেব, মাও আল আমিন বিন মাহমুদ সাহেব, মাও সামিউল সাদী সাহেব, মাও আমিনুল ইসলাম জিহাদী সাহেব, মাও মাসউদুর রহমান ফরিদী সাহেব, মাও লোকমান হোসাইন, মাও আব্দুল গফুর সাহেব, মাও আহমদ সাদী সাহেব, মাও দেলোয়ার হুসাইন জিহাদী সাহেব, মাও আঃ হালিম বিন হাবিবী,মাও আলমগীর হোসাইন, মাও আব্দুর রহমান ফুলপুরী,মাও খায়রুল ইসলাম বাশারী, মাও মুফীদুর রহমান আসআদী,মাও শরিফুল ইসলাম ফুলপুরী,মাও আব্দুল্লাহ আল মামুন নূরী,মাও ইখলাছ উদ্দিন, মাও রবিউল ইসলাম,মাও আব্দুস সালাম জিহাদী সাহেব, প্রমুখ।উপস্থিত সকলের মতামত ক্রমে আগামী ঈদুল আজহার পর জুলাই মাসের ৩/৬/২৩ ইং তারিখে ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মারকাযুত তাহফিজ মাদ্রাসায়, ফুলপুর তারাকান্দা ওয়ায়েজীন পরিষদ,অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply