মোঃ আজিজুল হক তালুকদার : করিমগঞ্জ উপজেলা কিরাটন বিচারকান্দা শেখ মোঃ লুৎফর রহমান জসিম শাহ্ (রহ.)হুজুর কেবলার স্মরণে (২৭এপ্রিল রোজ বৃহস্পতিবার (৮তম) পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন দিদার, সাবেক চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ।
ইবাদুর রহমান শামীম এর- সভাপতিত্বে মোঃজালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক: হিসাবে উপস্থিত ছিলেন,রফিকুল ইসলাম রফিক,চেয়ারম্যান ৩নং কিরাটন ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে অবস্থিত ছিলেন, গোলাম মোহাম্মদ সুজন বিশিষ্ট ব্যবসায়ী, নাজমুল মাহমুদ দীপু যুগ্ম সাধারণ সম্পাদক করিমগঞ্জ পৌর আওয়ামী লীগ, ফখরুল আলম সভাপতি কিরাটন ইউনিয়ন আওয়ামী লীগ,আবু তাহের সাবেক সভাপতি হক ভান্ডার দরবার শরীফ, জহিরুল ইসলাম জহির বিশিষ্ট সমাজ সেবক,আজাহারুল ইসলাম ফারুক ইউপি সদস্য ৬নংওয়ার্ড, আজিজুল হক বিশিষ্ট ব্যবসায়ী,আবুল কাসেম বিশিষ্ট সমাজ সেবক, খলিলুর রহমান সাবেক মেম্বর ৬নং ওয়ার্ড, বিরহী ছাইদুর রহমান সাবেক মেম্বর, রফিকুল ভান্ডারী,বাউল শিল্পী শরিফ, প্রমুখ।
Leave a Reply