নিজস্ব প্রতিবেদক::
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করা একটি কালোমুখো হনুমানকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা উপজেলায় দুই দিন ধরে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার দুপুরে পুরুষ হনুমানটি উদ্ধার করে বলে জানিয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
তিনি জানান, দলছুট হনুমানটি করিমগঞ্জ ও ইটনা উপজেলায় অবাধে বিচরণ ও উৎপাত করছিল। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বনবিভাগে খবর দিলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার হনুমানটি দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন।
ইটনার চন্দ্রপুরের একটি গাছ থেকে বন্দুকের সাহায্যে অচেতন করা ইনজেকশন দিয়ে হনুমানটিকে খাঁচায় বন্দী করেন বন অধিদপ্তরের কর্মকর্তারা।
করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ হেলিম ও ইউ পি সদস্য আবুল খায়ের শরিফহ অনেক বাসিন্দা জানান, প্রায় অনেক দিন ধরে একটি কালোমুখো হনুমান নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি বাজারের আশপাশসহ বিভিন্ন পাড়ামহল্লায় ঘোরাঘুরি করছিল। হনুমানটিকে তাড়াইল উপজেলার কাজলা, সেচুয়ারকান্দী, চৌগাঙ্গা ও ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের লোকালয়ে দেখা যাচ্ছিল। সেটি কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল। প্রতিদিন হনুমানটি দেখতে উৎসুক জনতা ভিড় করত। তবে কালো চেহারা দেখে শিশুসহ অনেকে ভয়ও পেয়েছে।
গতকাল শুক্রবার বিকালে হনুমানটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সাফারি পার্কে আরো ছয়টি মুখ পোড়া হনুমান রয়েছে। কিশোরগঞ্জ থেকে উদ্ধার হওয়া এই হনুমানটি পার্কে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হবে। পরে এটিকে হনুমান বেষ্টনীতে ছাড়া হবে।
Leave a Reply