আবু সাঈদ চৌধুরী গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর ৪২ নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য বলেন বিগত ২০০৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামীলীগ সরকার বাংলাদেশে যে উন্নয়ন করেছে তা অন্য কোন দল বা সরকার করতে পারে নাই। নানামুখী উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আমাদের সরকারের আমলেই হয়েছে। আমার নির্বাচনী এলাকায় আমি হলফ করে বলতে পারি,অশান্তি বা জবরদখলের মত কোন রাজনীতি করি নাই, আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি।আমি এবং আমার আওয়ামীলীগ সরকার সব সময় শান্তির রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূবাইল থানা ৪২ নং ওয়ার্ডের সমরসিং,হারবাইদ,কোদালিয়া গ্রাম আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠকে তিনি এ সব কথা বলেন। রবিবার ১০ সেপ্টেম্বর সকাল থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত শ্রীকৃষ্ণ সেবা সংঘ রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও ৪২ নং ওয়ার্ডের হারবাইদ খ্রিষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ও হারবাইদ কোদালিয়া গ্রাম আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।আরো উপস্থিত ছিলেন, কর্ণেল শাহাদাত হোসেন সভাপতি বিন্দান উচ্চ বিদ্যালয়। শ্রীকৃষ্ণ রাধা মন্দিরের সভাপতি রবিন্দ্রনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মনোদীষ চক্রবর্তী খোকন।হোসনে আরা সিদ্দিকী জুলি কাউন্সিলর ৪০,৪১ও৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মিয়া সদস্য জেলা পরিষদ গাজীপুর। আলমগীর হোসেন খান সভাপতি ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ। রাজিবুল হাসান রাজিব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ। নুরুল ইসলাম মাস্টার সভাপতি জাতীয় শ্রমিক লীগ পূবাইল থানা। আওয়ামী লীগ নেতা, আলহাজ্ব নজরুল ইসলাম সরকার, আবুল হোসেন, ইসলাম উদ্দিন ভূঁইয়া, আফজাল হোসেন,জহিরুল হক মাস্টার। সমরসিং উঠান বৈঠক অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন,বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।
Leave a Reply