1. admin@banglatv21.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

করিমগঞ্জে জমিয়ত আলী স্মৃতি সংসদের মেধা বৃত্তি বিতরণ

প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৫০৮ বার পঠিত

আজিজুল হক তালুকদার ::
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিয়ত আলী স্মৃতি সংসদ এর উদ্যোগে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় করিমগঞ্জ বাজারস্থ জমিয়ত আলী সবুরননেসা কমপ্লেক্সে বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জমিয়ত আলী স্মৃতি সংসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ মু. শামসুল আলম, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মাহাবুব আলম, করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুব আলম খোকন, করিমগঞ্জ মহিলা সমবায় সমিতির সভাপতি শাহিদা আক্তার খানম।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সালেহ আহমেদ, মুক্তিযুদ্ধ গণগবেষণা কেন্দ্রের হাবিবুর রহমান বিপ্লব, কমরেড ফরিদ উদ্দিন মুজাহিদ,জাতীয় সাংবাদিক সংস্থার আব্দুল জলিল প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উজ্জীবক সংগীত পরিবেশন করেন শিল্পী মুজিবুর রহমান । শিল্পীকে তবলায় সহযোগিতা করেন মকবুল হোসেন ফারুক।

কবি ও আবৃত্তিকার বাসিরুল আমিনের সঞ্চালনায় জমিয়ত আলী স্মৃতি সংসদের পক্ষে জমিয়ত আলী-সবুরেননেসা দম্পতির নাতনী নাজমুন নাহার মলি স্বাগত বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
গোলাম ফারুক, কবি সালেহ আহমেদ প্রগতিশীল রাজনৈতিক নেতা জমিয়ত আলীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অনুুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে জমিয়ত আলী পুরস্কার ও ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে সবুরননেসা পুরস্কারসহ মোট ৯০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বুশরা জামান কে কিশোরগঞ্জ জেলায় মানবিক বিভাগে সর্বোচ্চ ফলাফলের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, কিশোরগঞ্জ এর সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ স্বাস্থ্য সেবা কার্ড তুলে দেয়া হয়েছে।

বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost