মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা::
কিশোরগঞ্জের করিমগঞ্জে দেহুন্দা ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% খাত হতে ডায়াবেটিস রোগীদের মাঝে গ্লুকোমিটার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১ফেব্রুয়ারি)দুপুর ১টার দিকে ৬নং পরিষদে চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম সংঘটিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী।এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক,জনপ্রতিনিধি,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীকে চেয়ারম্যান এম এ হানিফ তার পরিষদের সকলকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির ভাষণে ফারহানা আলী বলেন,”হাসপাতালে যেতেও অনেক সময় লাগে বা অন্য কোন সমস্যার কারণে অনেক সময় যাওয়া হয় না,এই গ্লুকোমিটার যন্ত্রণাটা থাকলে আপনারা আপনাদের ডায়াবেটিসের মাত্রাটা মেপে দেখতে পারেন।এমনকি প্রতিবেশিও আপনার এই যন্ত্র থেকে উপকৃত হবে।পরিষদের উদ্যোগে আপনাদের মাঝে গ্লুকোমিটার দেওয়ার আইডিটা আমার ভালো লেগেছে।আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই তার এই সুন্দর উদ্যোগের জন্য।”
Leave a Reply