আজিজুল হক তালুকদার :: গাজীপুরের জয়দেবপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিলের সাথে মতবিনিময় করেছে গাজীপুরের অন্যতম সাংবাদিক সংগঠন গাজীপুর সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
শুক্রবার(২রা ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়দেবপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্যরা হলেন,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু দাস,সহ-সভাপতি মইজুদ্দিন পারভেজ,সহ-সভাপতি জিএস জয়,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,কোষাধ্যক্ষ মনির হোসেন শেখ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল মন্ডল,সহ-সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা,দপ্তর সম্পাদক নাজমুল হাসান,সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার রওজা,সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রীনা আক্তার,সহ-মহিলা বিষয়ক সম্পাদিক সুমা আক্তার লুবনা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হক,দৈনিক গণকন্ঠের সাংবাদিক মোবাশ্বের হুসাইন হৃদয়,দৈনিক বর্তমান কথা’র সাংবাদিক হৃদয়,দৈনিক মুক্ত কাগজের সাংবাদিক আতিকুল ইসলাম,সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সাংবাদিক মমিন উদ্দিন লিটু,সাংবাদিক বিলকিস আক্তার রুবি প্রমুখ।
মতবিনিময় সভায় জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল সাংবাদিকদের আয়নার সাথে তুলনা করে বলেছেন,আপনারা সাংবাদিক আপনারা জাতির আয়না,আপনারা আমাকে সহযোগীতা করলে জয়দেবপুর থানা এলাকা আয়নার মতো দেখতে পারবো।
সাংবাদিকরা তথ্য না দিলে অপরাধ দমনে কাজ করা কষ্টসাধ্য বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি জয়দেবপুর থানা এলাকাকে,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজসহ সকল অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে জয়দেবপুর থানাকে অপরাধ নির্মূল করে একটি আদর্শ এলাকা হিসেবে জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক অপরাধ দমনে পুলিশের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply