আজিজুল হক তালুকদার ::
কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১২ ফেব্রুয়ারি) শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট।
এদিন সকালে জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন চ্যানেল আইয়ের জয়েন্ট নিউজ এডিটর হাফসা হসাইন।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জয়েন্ট নিউজ এডিটর হাফসা হসাইন।
সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট তথ্য সংগ্রাহক আমিনুল হক সাদীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা: সিদ্দিক হোসাইন, বহু সংগঠনের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, গুরুদয়াল কলেজের সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা সন্তান সাকাউদ্দিন আহমেদ রাজন, শিক্ষাক্ষেত্রের অবদানে বিশিষ্ট ব্যক্তিত্ব মো: রফিকুল ইসলাম, সদ্য অবসরপ্রাপ্ত বিশিষ্ট ব্যাংকার কবি মোতাহের হোসেন, স্বাস্থ্য সেবক ডা: এমএ হালিম তালুকদার,সাংবাদিক সংস্থার করিমগঞ্জ ইউনিটের উপদেষ্টা সাংবাদিক শেখ আবুল মনসুর লনু, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম কালের নতুন সংবাদের প্রকাশক ও সম্পাদক মো: খায়রুল ইসলাম, কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আহসান হাবীব। জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিটের সভাপতি শামছুল মালেক চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক পুলক কিশোরগুপ্ত,
করিমগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন আনোয়ার সিরাজী।
তাছাড়া উক্ত প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বাচ্চু, চ্যানেল আইয়ের কিশোরগঞ্জের জেলা প্রতিনিধি শেখ রাসেল, নতুন দিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: আবু সাঈদ, স্বদেশ সংবাদের প্রতিনিধি মো: খায়রুল ইসলাম নজরুল, দৈনিক মানবকন্ঠ পত্রিকার করিমগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, দেশেরপত্র পত্রিকার প্রতিনিধি মো: রাসেল মিয়া, কালের নতুন সময়ের প্রতিনিধি মো: ইমদাদসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টমিডিয়া,অনলাইন পত্রিকার প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিক সংস্থার উপদেষ্টা মো: নিজাম উদ্দিন কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে সাংবাদিক শফিক কবির, সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক ফারুকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আলীরেজা সুমন মনোনীত হন। অনুষ্ঠান চলার এক ফাঁকে সম্মাননা প্রদান করায় হয় কিশোরগঞ্জের কৃতি সন্তান চ্যানেল আইয়ের জয়েন্ট নিউজ এডিটর হাফসা হোসাইন, কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো: রফিকুল ইসলাম ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্নের সহসম্পাদক এমএ রশিদ ভুইয়াকে।
সবশেষে ফিতা কেটে সাংবাদিক সংস্থার একটি র্যালির শোভাযাত্রার সুচনা করেন প্রধান অতিথি হাফসা হোসাইন।হিসেবে বক্তব্য দেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী সাইফউদ্দিন আহমেদ লেনিন।
Leave a Reply