মাহমুদা জাহান
ঘুমভাঙ্গা ভোর হতে রাতের ঘোর পর্যন্ত,
আধুনিক জীবনের প্রয়োজন আছে যত,
বিজ্ঞানের জয়যাত্রা যেদিকেই দৃষ্টি যায়,
বিলাসবহুল আধুনিক জীবনের মনিকোঠায়।
আধুনিক জীবন যাপন শুধু বিজ্ঞানের বিজয়ে,
এখন হাতের হাতিয়ার এল যন্ত্র নাম লয়ে।
জমাখাতার কেরাণির আর নেই প্রয়োজন,
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রযুক্তি সবই করে এখন।
আধুনিকতার শুদ্ধসিদ্ধ শ্রীভাণ্ডারের বিকাশে,
পতিতা হলো যৌনকর্মী সুসভ্য কথন রসে।
পুঁজিবাদের জুয়াড়িরা আধুনিকতার উচ্চমহলে,
জুয়ার আসর হলো ক্যাসিনো আধুনিক বোলে।
অবৈধ,নিষিদ্ধ নারীসঙ্গ পরম সত্যে যা ব্যাভিচার,
আধুনিকতার ছোঁয়ায় সহজ সুলভে ‘লিভ টুগেদার’।
অতি আধুনিকতার অধিপতিরা সভ্যতার প্রতিপক্ষ,
সভ্যতার শ্রীভাণ্ডারে ঢালে মানবতার অভিশপ্ত ধ্বংসযজ্ঞ।
আধুনিকতার অধিপতিরা সভ্যতাকে আদিম উন্মাদনায়,
ছুঁড়ে দিচ্ছে আধুনিক কৌশলে নিজস্ব ছলাকলায়।
সমাপ্ত
Leave a Reply