1. admin@banglatv21.com : admin :
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

‘ডিভোর্স’ নামে নতুন পারফিউম বাজারে আনলেন দুবাইয়ের রাজকুমারী

প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

অনলাইন ডেস্ক
মাস কয়েক আগেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম। এবার সেই ডিভোর্সের নামেই নিজের পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন তিনি। গত জুলাই মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন রাজকুমারী। তার এমন সাহসিকতার প্রশংসা করেছিলেন অসংখ্য নেটিজেন। আর তার ডিভোর্সের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল।

 

কোনও মৌখিক নয়, বরং প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দেন তিনি। সন্তানের একমাস বয়সের পরেই স্বামীকে তালাক দেন রাজকন্যা। এবার সেই সমাজের সেই শিহরণ জাগরণ ‘ডিভোর্স’-এর নামেই নতুন পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন রাজকুমারী। বরাবরই তার অভিনব উদ্যোগকে সমর্থন করছে নেটপাড়া। এবারেও তার অন্যথা হলনা। পারফিউমের নাম দিয়েছেন “ডিভোর্স”। রাজকন্যা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই ঘোষণা দিয়েছেন লিখেছেন, পোস্টটি তার ব্র্যান্ড ‘মাহরা এম1’ এর অধীনে স্বাক্ষরিত এবং “শীঘ্রই মার্কেটে আসছে”। আরেকটি পোস্টে তিনি পারফিউমের ছবিও প্রকাশিত করেছেন। তবে রাজকুমারীর ব্র্যান্ডের এই বাজারজাত পারফিউমের দামটি এখনও স্পষ্ট নয়।

 

৩০ বছর বয়সী শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা।ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১০ লাখ ফলোয়ার রয়েছে। গত ১৬ জুলাই, দুবাই রাজকুমারী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার স্বামীকে তালাক দেওয়ার পরে ইন্টারনেটে ঝড় তুলেছিল।

 

তিনি পোস্টে লিখেছিলেন, “প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা সোশ্যাল মিডিয়াতেই করছি। আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি। যত্ন নিও। তোমার প্রাক্তন স্ত্রী।” রাজকুমারীর এমন পদক্ষেপ দেখে অবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এবং তার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost