বলছিলাম গাজীপুর সিটির প্রান কেন্দ্র অন্তত প্রতিদিন গড়ে ৩ লাখ মানুষের আসা-যাওয়ার প্রধান রাস্তা অসুস্থ জ্যামের মুখ
গাজীপুর রেল গেইট এর কথা, সংশ্লিষ্টরা বলছেন, যানজটের প্রধানতম কারণ শহরের মাঝখানে থাকা জয়দেবপুর রেলক্রসিং। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ও হাসপাতালে গমণকারী জনসাধারণ ও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা এই যানজটে নাকাল হচ্ছে প্রতিদিন।
রেল লাইন পার হলেই সামনে মিলবে বাংলাদেশের ২য় বৃহত্তম হাসপাতাল সরকারি হাসপাতাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, রাজবাড়ী, কোর্ট, পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ,অধিকাংশ সরকারি সব অফিস আদালত।
যান্ত্রিক এই জীবনযাত্রায় প্রতিদিনের উল্লেখযোগ্য একটা সময় নষ্ট হচ্ছে এই রেল লাইনের সিগনালের বিড়ম্বনায়, এই যান্ত্রিক যন্ত্রণার শিকার হচ্ছেন মুমূর্ষু রোগী সহ ঢাকাগামী হাজার হাজার লোক, শুধু মাত্র একটি ওভার ব্রিজের সংকট কেড়ে নিচ্ছে সারাদিনে অন্তত ২ ঘন্টা সময়।
শহরের প্রবেশমুখেই রেলগেট, যেখান দিয়ে সারাদেশব্যাপী অন্তত ৬৫ জোড়া ট্রেন আসা যাওয়া করে। আর একবার ওই ক্রসিং একটি ট্রেন আসা মানেই কম করে হলেও ২০ মিনিটের অপেক্ষার ভোগান্তি।
এই ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের আশা দিয়ে দিয়ে চলে গেছে ৩ যুগের ও বেশি সময়। বাস্তবায়ন হয়নি।
রাস্তার দুই পাশে হকারদের হযবরল দোকানী,
অটোরিকশার অবাদ চলাচল,
সব মিলিয়ে প্রতিদিন চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা।
গাজীপুর বাসী সহ দূর দুরান্ত থেকে আসা আশেপাশের মানুষের প্রানের দাবী রেল গেইট এর এই ক্রসিং এর সমাধান করতে পারলে গাজীপুর সিটি হবে যানযট মুক্ত সিটি।
আমরা আশা করব, সরকার এখানে একটি ওভার পাস বা ফ্লাইওভার নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করবে।
Leave a Reply