1. admin@banglatv21.com : admin :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

দামুড়হুদার প্রতাপপুর গ্রামের আজিজ বিশ্বাসের ছেলে বিয়ে করতে গেলেন বর-যাত্রী সবাই মোটরসাইকেলে।

প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৭০৭ বার পঠিত

 

সাংবাদিক, ইমরান নাজিরঃ
বরযাত্রী থেকে শুরু করে বাড়িতে নতুন বউ আনা পর্যন্ত সবই হয়েছে মোটরসাইকেলে। তাই বিয়েটি এখন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে সর্বত্র আলোচনায়। বর চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছেলে মোঃ বায়জিদ ইসলাম (২৫)। তিনি প্রতাপপুর গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।

শুএবার (১৩ জানুয়ারি) তিনি কাপাসডাঙ্গা ইউনিয়ানের পীরপুর কুল্লা গ্রামের কুদ্দুসের মেয়ের বিয়ে করেন। তার ফেসবুক গ্রুপে (১৫জানুয়ারি) ছবি পোস্ট করা হয়। তার দাবি, এখানে তিনিই প্রথম মোটরসাইকেলে বিয়ের এমন আয়োজন করলেন। এ বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক আলোচিত হচ্ছে।

বায়জিদ জানান, এলাকায় তিনি বাজিদ বাইকার নামে পরিচিত। তিনি পড়ালেখা করতে করতে মুদি ব্যবসা শুরু করে। এখন সে ব্যবসায় যুক্ত। মোটরসাইকেল চালানো তার শখ। বায়জিদের মাথায় আসে তিনি বিয়ে করবেন মোটরবাইকে। সে ইচ্ছে থেকেই বিয়ের আগে নতুন মডেলের সুজোকি নামের মোটরসাইকেল কেনেন।

বায়জিদ জানান, আমাদের বিয়ে টা পারিবারিকভাবে ঠিক হয়। শুএবার দুপুর ২ টার দিকে ২০টি মোটরবাইকে চড়ে বন্ধু-স্বজনদের নিয়ে পীরপুর কুল্লা গ্রামে কনের বাড়ি যান। বিয়ের সব কাজ শেষে নতুন বউ নিয়ে মোটরসাইকেলে শোভাযাত্রা করে বাড়ি ফেরেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost