কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে একটি গভীর নলকুপে বিদ্যুত সংযোগ না দেওয়ায় উপজেলার চাপড়া গ্রামে প্রায় সত্তর বিঘা জমিতে বোরো আবাদ চাষ অনিশ্চিত হয়ে পড়েড়ছে। জানা গেছে, আত্রাই উপজেলার চাপড়া গ্রামে পল্লীবিদ্যুত সমিতি নওগাঁ-এক এর আওতায় প্রায় সত্তর বিঘা কৃষি জমির চাষাবাদে সেচ দেযার জন্য প্রকল্পের সংশিষ্ট সব বিষয়াদি সম্পন্ন করে পল্লীবিদ্যুত সমিতি আত্রাইয়ের কার্যালয়ের যথাযথ নিয়মে বিদ্যুত সংযোগ চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপেপ্রক্ষিতে cjøx we`y¨r mwgwZ AvÎvB Gi Kvh©vjয় হতে এলাকা বা স্থান সার্ভে করা হয়।কিন্তু পল্লী বিদ্যুতের উদাসিনতায় আজ পর্যন্ত বিদ্যুত সংযোগ না পাওয়ায় সেচের অভাবে কৃষকরা বোরো-রোপা আমন করতে পারছে না। উপজেলার চাপড়া গ্রামের কৃষক মোতাজুল হোসেন জানান, গতইং তের-ছয়-দুই হাজার বাইশ তারিখে আত্রাই পল্লী বিদ্যুত সমিতি নওগাঁ অফিসে বৈদ্যুতিক সংযোগ নিতে অফিসে মিটার সংযোগের জন্য টাকাা জমা প্রদান করা হয় লাইসেন্স নং দুই শত তেত্রিশ/বাইশ
নলকুপ শ্রেনী এসটি ডাব্লু কৃষি জমি চাষাবাদের জন্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।দরখাস্তকারীর বর্গাদার মোঃআব্দুল কুদ্দুসগত দশ/এক/বাইশ তারিখে বিদ্যুতএর খুঁটিতে মিটার সংযোগ দিতে গেলে একই গ্রামের কৃষকমোঃ সহিদুল,রতনসরদার পিতা মোঃ আত্তাব আলী সরদার,সাইফুল ইসলাম পিতাসহিদুল ইসলাম,মোঃ আত্তাব আলী সরদার, সাত্তার সরদার,মোঃ লেবু সরদারগং পল্লীবিদ্যুতের খুঁটিতে মিটার সংযোগ দিতে বাঁধা প্রদান করেন এবং মারপিটের চেষ্টা করে ও প্রাণনাষের হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার আত্রাই বরাবরে একটি আবেদন করি।আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডিজিএমকে দ্রুতব্যবস্থা গ্রহনের নির্দেশদেন। এ বিষয়ে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম কামরুজ্জামান জানান,যথা নিয়মে বিদ্যুত সংযোগের জন্য অফিস থেকে লোকজন পাঠানো হয় কিন্তু স্থানীয় লোকজন ও কৃষকমোঃ সহিদুল,রতনসরদার পিতা মোঃ আত্তাব আলী সরদার,সাইফুল ইসলাম পিতাসহিদুল ইসলাম,মোঃ আত্তাব আলী সরদার, সাত্তার সরদার,মোঃ লেবু সরদারগং বলেন আমরা পল্লী বিদ্যুতের নিকট থেকে চারটি খুঁটি টাকা দিয়ে ক্রয় করতে হয়। আমাদের খুঁটির টাকা প্রদান করা হলে কৃষক মোতাজুল হোসেনকে মিটার খুঁটিতে লাগাতে দেয়া হবে এতে দরখাস্তকারীর মিটার লাগাতে বাঁধা সৃষ্টি করলে পল্লী বিদ্যুতের লোকজজন ঘটনার স্থলথেকে চলে আসে। এ বিষয়ে এলাকাবাসীর দাবি এ বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের দ্রুত হস্থক্ষেপ কানা করছেন এ ছাড়া যে কোন সময় মিটার লাগানো নিয়ে বড় ধরনের র্দুঘটনা ঘটনার আশংকা করছে।
Leave a Reply