গাজীপুর জেলার মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস তিনি অত্যান্ত একজন ভালো মনের মানুষ। যাকে ব্যক্তিগত কোন লোভ লালসায় গ্রাস করতে পারেনি। উনার মহত্ব বোধ দেখে আনন্দে ভরে উঠে প্রতিটা মানুষের হৃদয়।প্রতিটা মানুষের মুখে উনার মহত্ব আর ভালোবাসার কথাই শোনা যায়।
ওনার প্রশংসায় পঞ্চমুখ মাওনা হাইওয়ে থানার প্রতিটা অফিসার ও সাধারণ জনগণ। প্রথম প্রথম বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল একজন পুলিশ অফিসার এতটা ভালো হতে পারে না। কিন্তুু না, যখন সরজমিনে তদন্ত করে দেখলাম আসলে তখনি বুঝতে পারলাম যতটা শুনেছি তার চাইতে অনেক বেশি প্রশংসার পাত্র তিনি। তাই পত্যেকটি মানুষের উচিত ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে সকলেই উনাকে শ্রদ্ধা নজরে দেখা।
একজন ভাল মনের মানুষ ওসি কংকন কুমার বিশ্বাস ওনা ভাল থাকাটা মাওনা হাইওয়ে থানার প্রতিটা নাগরিকের সু- ভাগ্য মনে করতে হবে। এযোগে এমন ভাল মনের আর ভাল চিন্তা চেতনার মানুষ পাওয়া বড়ই কষ্ট কর।তিনিই একমাত্র ব্যক্তি যে গরিব ধনী কোন ভেদাভেদ না রেখেই সমাল তরায় কাজ করে যাচ্ছেন।
Leave a Reply