আজিজুল হক তালুকদার, গাজীপুর::
রাজধানী ঢাকার প্রান কেন্দ্র গাজীপুর, এই গাজীপুর শহরে কিছুদিন আগেও রাস্তায় দেখা গিয়েছে তীব্র যানজট। অবস্থা ছিল দম আটকে যাওয়ার মতোই বেহাল।
তীব্র যানজটে গাজীপুর বাসীর ছিল নাকাল অবস্থা। প্রতিদিনের একটা যুদ্ধ ক্ষেত্রে পরিনত হতো রাস্তাঘাট এমনকি শহরের অলিগলিতে।
এই ট্রাফিক জ্যাম এর প্রধান কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ ছিল রাস্তার পাশে অবৈধ ভাবে যান পার্কিং এবং ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় বেপরোয়া চলাচল।
ট্রাফিক বিভাগের নবনিযুক্ত বিচক্ষণ উপ-পুলিশ কমিশনার
মো. আলমগীর হোসেন এর সার্বিক তত্বাবধানে
ট্রাফিক সিস্টেম এর পরিবর্তন হওয়ায় কিছুটা স্বস্তির দেখা মিলেছে গাজীপুর বাসীর।
তিনি বলেন, গাজীপুর থেকে উত্তরা যান চলাচলের রাস্তা যথেষ্ট উপযুক্ত, এখানে অধিকাংশ সময় ট্রাফিক আইন মেনে না চলার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়, বিষয়গুলো নিয়ে কাজ করছে গাজীপুর ট্রাফিক জোনের কর্মকর্তারা।
আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে ট্রাফিক সিস্টেম উন্নত করে একটি সুন্দর পরিবেশ গড়তে পারবো। যানজট নিরসনে সাধারণ মানুষের সহায়তা জরুরি বলে দাবী করেন উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন।
Leave a Reply