মোঃ ছাবির উদ্দিন রাজু প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে র্যালি বের করে ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান। পরে একই স্থানে আলোচনাসভার আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী সাইফ উদ্দিন আহমেদ লেনিন। বিশেষ আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আহম্মদ খান, রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ সদর উপজেলা ইউনিটের সভাপতি শামছুল মালেক চৌধুরী লিটন, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা দেওয়ান ফারুক দাদ খান, করিমগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ আবুল মনসুর লনু,ভৈরব ইউনিটের সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজু,
লায়ন এসএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, যুগ্ম সম্পাদক শফিক কবির, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম,সহ প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান তামীম,কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলী রেজা সুমন, সদর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক, সম্পাদক রেহান উদ্দিন রেহান, হোসেনপুর ইউনিটের সভাপতি
সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
Leave a Reply