সাংবাদিক মোঃ ইমরান নাজিরঃ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামে আগুনে পুড়ে ছাই হওয়া ঘর নতুন করে তৈরি করার স্বপনে নিজ উদ্যোগে চেয়ারম্যান এস.এ.এম জাকারিয়া আলম হতদরিদ্র ও মুমূর্ষু রুগী মোঃ শরিফুদ্দীন কে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করলেন।
গত ১৯/০১/২০২৩ ইংরেজি তারিখ রাত ৯.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন এর মদনা বাজারের নাইট গার্ড শরিফুদ্দীনের বাড়িতে হঠাৎ আগুন লাগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলে পরবর্তীতে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়োনত্রনে আনে, শরিফউদ্দীন পরিবারের ৭ সদস্যদের নিয়ে প্রচন্ড শিতে খোলা আকাশের নিচে জীবন যাপন করে আসছিলো এবং শরিফউদ্দীন দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা জনিত কারনে ভুগছে, এই খবর শুনা মাত্র পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজ বিকালে জনাব এস.এ.এম জাকারিয়া আলম নিজ উদ্যোগে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করলেন। এসময় চেয়ারম্যান জনাব এস.এ.এম জাকারিয়া আলম সহ উপস্থিত ছিলেন অত্র ইউনিয় আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ মুন্তাজ হোসেন, ইউপি সদস্য শামসুল ইসলাম জামসুর, ইউপি সদস্য আবু সাঈদ মিন্টু, ইউনিয়ন যুবলীগ এর সভাপতি জনাব মোঃ সাইফুল আলম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান সাঈদ এবং আবু জুবায়ের বিশ্বাস, ডাঃ আনারুল ইসলাম ও তুতা মিয়া প্রমুখ সহ নেতৃবৃন্দ।
Leave a Reply