মোঃ খান সোহেল স্টাফ রিপোর্টার
পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে ৪৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। নগদ চার হাজার পাঁচশো টাকাসহ এ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
রবিবার (৯ এপ্রিল) সকালের দিকে পৃথক পৃথক স্থান থেকে আটক দুজন হলেন- লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন সাইনাল গ্রামের মো. হোসেনের ছেলে মামুন হোসেন (৩৫)। আরেকজন ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানাধীন দেবগ্রাম গ্রামের সামসুদ্দিন ভুঁইয়ার ছেলে মো. মনির হোসেন ভুঁইয়া (৪৮)।
প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।
র্যাব জানায়, রবিবার সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মনবাড়ীয়ার আশুগঞ্জ থানাধীন উজানভাটি হোটেলের সামনে ঢাকাগামী লেন থেকে একটি পিকআপ ভ্যানে তল্লাশীকালে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় মাদক কারবারি মামুন হোসেনকে আটক ও তার দখলে থাকা পিকআপ ভ্যানটি জব্দ করে র্যাব।
এরআগে একই দিন কিশোরগঞ্জের ভৈরব ধানাধীন দুর্জয় মোড় এলাকায় আরেক অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশী করে ৩৬ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন ভুঁইয়াকে আটক করা হয়। এ সময় তার দখলে থাকা মাইক্রোবাস ও নগদ চার হাজার পাঁচশো টাকা জব্দ করে র্যাব।
Leave a Reply