মোঃ খান সোহেল
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুত্রা এমদাদুলের (২৩) দায়ের কুপে তালই জাহেদ আলী (৪২) নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদ আলী একই ইউপির তেলিপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। অভিযুক্ত এমদাদুল (২৩) একই ইউপির বানিয়াপাড়া গ্রামের আব্দুল ছালামের ছেলে। তেলিপাড়া গ্রামের আকবর মিয়ার ছোট মেয়েকে বিয়ে করেন নিহত জাহেদ আলীর ছেলে রেজাউল এবং বড় মেয়েকে বিয়ে করেন এমাদাদুল। এই সম্পর্কের জেরে নিহত ও অভিযুক্ত ব্যক্তিদ্বয় তারা দুজনে তালই-পুত্রা।
স্থানীয় সুত্রে জানা যায়, এমদাদুল তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য চলছিল। তাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা খারাপের দিকে যেতে থাকে। সম্পর্ক ঠিক করার জন্য পারিবারিকভাবে দেনদরবার ও কালক্ষেপন এমদাদুলের এমন সন্দেহের তীর ওঠে জাহেদ আলীর দিকে। ঘটনার দিন বিকেলে বেগুন গাছের চারা দেওয়ার কথা বলে এমদাদুল ফোন করে তার বেগুন খেতে ডেকে আনেন জাহিদ আলীকে। কথাবার্তার একপর্যায়ে এমদাদুল দা দিয়ে প্রথমে পায়ে কুপ দিলে জাহিদ আলী পড়ে যান। পরে গলায় কুপ দিলে ঘটনাস্থলেই নিহত হন জাহিদ আলী। এ ঘটনা ঘটিয়ে দৌঁড়ে পালিয়ে যান এমদাদুল।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, নিহতের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Leave a Reply