মোঃ খান সোহেল স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ খাদ্য গুদামের খামালের বস্তা থেকে ভোংগা দিয়ে চাউল সড়ানোর ভিডিও ভাইরাল হওয়ায় ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় হতে এক কর্মকর্তা ১১ এপ্রিল মোহনগঞ্জ সরেজমিনে খাদ্য গুদাম তদন্ত করতে আসেন ।,
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আমি তদন্তে যা পেয়েছি তা উচ্চ পর্যায়ে অবহিত করলে আপনারা জানতে পারবেন।জানা যায়, গত ৮ এপ্রিল মোহনগঞ্জ খাদ্য গুদামের ভিতরের খামালের বস্তা থেকে ভোংগা দিয়ে চাউল সড়ানোর ভিডিও ফুটেজ দেখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফুর রহমান ও খাদ্য গুদাম কর্মকর্তা মোকাব্বির হোসেন খান প্রবাস দুপুরে ছুটে আসেন,
খাদ্য গুদাম কর্মকর্তা মোকাব্বির হোসেন খান প্রবাস বলেন, লেবারদের দ্বন্দ্বের কারণে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, আপনি মোহনগঞ্জে ছিলেন না চাবি পেয়েছে কোথায় প্রশ্ন করলে তিনি নীরব থাকেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, গুদামের ভিডিওর খবর শুনে আজ দ্রুত এসেছি, বিষয়টি তলিয়ে দেখব এবং বস্তা মেপে ডেলিভারি দেয়া হবে। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি ভিডিওটি দেখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।,
উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলে তিনি বলেন শোকজ করা হয়েছে এবং আমাকে অনুলিপি দিয়েছে ময়মনসিংহের তদন্ত কর্মকর্তা মোঃ আজিজুল হকের উপস্থিতিতে সাংবাদিকদেরকে গুদাম কর্মকর্তা বলেন, শ্রমিকদের কোন্দলের কারণে ভিডিও ভাইরাল হয়েছে। চাবি আপনার কাছে থাকলে রাতে চাউল চুরির ভিডিও কিভাবে হল সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সঠিক জবাব দিতে পারেননি। জানা যায় আরেকটি তদন্ত দল বিষয়টি নিয়ে তদন্ত করবে।
Leave a Reply