মোঃ খান সোহেল, স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ ১০টি থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের জেলায় কোনো প্রকার মাদক ব্যবসা, চাঁদাবাজীর বিস্তারসহ আইনশৃঙ্খলার যেন অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে তাগিদ দিয়েছেন।
জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ নেত্রকোণায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ৮’শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এছাড়াও জেলার প্রতিটি থানায় অতীতের তুলনায় আইনশৃঙ্খলা স্বাভাবিক বলে জানান সচেতন মহল।
আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নেত্রকোণায় যানজট নিরসনে পিকআপ-ভ্যান, ট্রাক দিনের বেলায় শহরমুখী যেন না হয় সে ব্যাপারেও ট্রাফিক অফিসকে নির্দেশনা প্রদান করেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, আমি চাই একটা শান্তিপ্রিয় নেত্রকোণা শহর এবং আইনশৃঙ্খলা অবনতিরোধে ব্যাপারে আমি সর্বাত্মক মনিটরিং করে যাচ্ছি।
তিনি আরো বলেন নেত্রকোণায় ১০টি থানার পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে যেন আইনি প্রতি খেয়াল রেখে একটা পরিপূর্ণ শান্তির নীড় ব্যবস্থা করা হয়।
Leave a Reply