1. admin@banglatv21.com : admin :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

ঈদ সামনে রেখে মাওনা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৬৯১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মলমপার্টি, ছিনতাইকারী, চাঁদাবাজী ও সড়ক দুর্ঘটনাসহ যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাওনা হাইওয়ে পুলিশ বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা তৎপরভাবে তাদের ডিউটি পালন করছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, ঈদকে সামনে রেখে মাওনা হাইওয়ে থানা পুলিশ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে মহাসড়কে যানবাহন চলাচলে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও মহাসড়কে ছিনতাই, ডাকাতি রোধকল্পে হাইওয়ে পুলিশের মোবাইল টিম ব্যাপকভাবে তৎপর রয়েছে। কোনো হয়রানি ছাড়া যাতে ঈদ করতে যাওয়া মানুষজন নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন সে জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিদিন মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে ইজিবাইক, ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালককে আটক করা হয়। এ সব আইন অমান্যকরা যানবাহন গুলো আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে মামলা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost