1. admin@banglatv21.com : admin :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

অসহায় মানুষের সেবা করে আত্নতৃপ্তি পাই সদাবরির ইঞ্জিঃ তছিম

প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৫০৪ বার পঠিত

 

ইমরান নাজিরঃ মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন যুবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের সন্তান সমাজসেবক ও যুবরত্ন ইঞ্জিঃ তছিম উদ্দিন। সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন এই যুবক। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দিচ্ছেন। সম্প্রতি কুড়ুলগাছি এলাকার ১৬২ অসহায় ও দুস্থ পরিবার যার মধ্য সদাবরি (১২৩), ধান্যঘরা- দুর্গাপুর(৭), চন্ডিপুর(১০), প্রতাবপুর (৩),নতুনগ্রাম(৩) ,বুইছিতলা(৫) ঠাকুরপুর (৫),বেদেপুতা(৩) ফুলবাড়ি(৩),সর্বমোট: ১৬২টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দিয়েছেন। এ সময় ইঞ্জিঃ তছিম উদ্দিনন বলেন মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্নতৃপ্তি। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের পাশে থেকে সেবা করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost