ইমরান নাজিরঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আসমাউল হোসেন (১৭) নামের এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রুপম হোসেন (১৮) আহত হয়েছেন। নিহত আসমাউল দর্শনা করিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও আহত রুপম একই গ্রামের সোনা মিয়ার ছেলে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে গোপালখালি মাঠ নামক স্থানের প্রতিবন্ধী স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
দর্শনা থানা পুলিশ জানায়, দুপুরে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা দর্শনা মুজিব নগর সড়কের রামনাগর গাজির দোয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এত তারা দুজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিৎলা হাসপাতালে নেওয়ার পথে আসমাউল মারা যান। আহত রুপম দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনা থেকে কার্পাশডাঙ্গার দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনা ঘটে।
Leave a Reply