মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সংগঠনের নেতৃবৃন্দের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০.৩০ ঘটিকায় জুম মিটিংয়ে অনুষ্ঠিত হয়।
ধৈর্য সহনশীলতার সাথে যারা অবহেলিত, বঞ্চিত, নিপিড়িত, নির্যাতিত, অসহায় সাংবাদিকদের মর্যাদা, অধিকার দাবি আদায়ে নিঃস্বার্থভাবে কাজ করতে বদ্ধপরিকর সেই সকল সহযোদ্ধা বন্ধুদের নিয়ে এই সংগঠন এগিয়ে যেতে বদ্ধপরিকর বলে আলোচনা কালে জানালেন সভাপতি সোহেল আহমেদ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলী, আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, খোরশেদ আলম, হাসনাত তুহিন, এসএম মাসুম ভূইয়া, রাজিয়া সুলতানা রুমা, এসএন কায়সার জুয়েল, মোহাম্মদ আবু নাসের প্রমুখ।
Bangladesh Mofashal Union of Journalist (BMUJ) সংগঠনে পেশাদার সাংবাদিকদের নিয়ে সদস্য সংগ্রহ ও জেলা ও উপজেলায় সাংবাদিকদের সাংগঠনিক কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করার বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন পেশাদার সাংবাদিক হলে আপনিও চাইলে হতে পারেন আমাদের সহযাত্রী। মাঠ পর্যায়ে সর্বস্থরের সকল সাংবাদিকদের সহযোগীতায় আমরা এগিয়ে নিতে চাই সবার প্রিয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
Leave a Reply