খান সোহেল স্টাফ রিপোর্টার
নেএকোনা উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নেএকোনার উদ্যোগ মিসেস ইউনিভার্স বাংলাদেশ খেতাবপ্রাপ্ত নেএকোনা ঐতিহ্য বাহী ক্রীড়া পরিবারের সন্তান আননূর খান নোলক কে সন্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার , আলোচনা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক ও
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাংবাদিক শ্যামলেন্দু পাল,শিকড় উন্নয়ন কর্মসূচি সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল,উদীচী শিল্পী গোষ্ঠী র সভাপতি মোস্তাফিজুর রহমান, (আসাফো)র সভাপতি কুন্তল সরকার,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী সাংগঠনিক সম্পাদক চিন্ময় তালুকদার সহ প্রমূখ।
Leave a Reply