সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ ।
শনিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে কবির নেওয়াজ রাজ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা মিথ্যা ও হয়রানিমূলকভাবে করা হয়েছে। তাছাড়াও উল্লেখ করে তারা বলেন, দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজের প্রতিনিধি মোঃ হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
অবশেষে কবির নেওয়াজ রাজ বলেন, এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
Leave a Reply