ইমরান নাজিরঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে
বজ্রপাতে শফিকুল নামের এক কৃষকের ১৫, কাটা জমির ধান পুড়ে গেছে। রোববার বিকালে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছির পশ্চিম পাড়া গ্রামে চিৎলা মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে ঝড় হাওয়া ও বৃষ্টি সাথে সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। জীবনের মায়া ত্যাগ করে শত শত মানুষ মাঠে নিজ নিজ জমিতে পাকা ধান ঘোছাতে থাকে। হঠাৎ করে বিকাল সাড়ে ৫ টার দিকে কুড়ুলগাছির চিৎলা মাঠের মাঝ খানে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে এলাকায় কালো ধুয়ার সাথে বারদের গন্ধে মাঠ ভরে যায় এবং কুড়ুলগাছির পশ্চিমপাড়ার রমযানের ছেলে অসহায় কৃষক শফিকুলের একমাত্র একবছরের খাবারের অবলম্বন ১৫ কাটা জমিতে বজ্রপাত ঘটে এবং সঙ্গে সঙ্গে পাকা ধান পুড়ে ছায় হয়ে যায়।
এলাকাবাসী দৈনিক বাংলা টিভি ২১ পএিকাকে জানান, শফিকুল একেমারে অসহায়, তার পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেবার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীমহল।
Leave a Reply