নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জনতার নিঃশ্বাস পত্রিকার নিজস্ব প্রতিবেদক সদ্য প্রয়াত জুয়েল আলমের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় গাজীপুর সদর প্রেসক্লাব ও জনতার নিঃশ্বাস পত্রিকার উদ্দ্যোগে সদর প্রেসক্লাব কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ খাঁনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আছাদুজ্জামান।
এসময় প্রয়াত জুয়েল আলমের মৃত্যুতে তাঁকে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেন সহকর্মীরা। আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন গাজীপুর সদর প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধরী, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জি এস জয়, সহ-সভাপতি এনামুল হক,যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মনির শেখ,আইন বিষয়ক সম্পাদক সোহাগ রানা,মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সুমা আক্তার লুবনা,নাগরিক ভাবনার সাংবাদিক আল আমিন,সাংবাদিক বিলকিস আক্তার, সাংবাদিক মরিয়ম আক্তার প্রমূখ।
বক্তব্যে বক্তারা জুয়েল আলমের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
এর আগে গত শুক্রবার আশ্রমচালা ভূমিহীন জামে মসজিদে প্রয়াত জুয়েল আলমের জন্য বিশেষ দোয়া করা হয়।
পরে দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সাব এডিটর দেবাশীষ রায় কে যুগ্ম-সাধারণ সম্পাদক,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার কে নির্বাচিত করা হয়।
Leave a Reply