1. admin@banglatv21.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

করিমগঞ্জে দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪২০ বার পঠিত

আজিজুল হক তালুকদার::
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নে ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হয়েছে।

গতকাল  (১৬ জুন) সকাল ১১টায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদে চার হাজার আটশত পঞ্চাস জন  দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান,করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো. নাসিরুল ইসলাম খান (আওলাদ)।

সুতারপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর-  সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার বখতিয়ার আহমেদ, ইউপি  সচিব তোফায়েল আহমেদ ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্ড বর্মন,জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক,স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি আয়াতুল,মতিউর রহমান, আলপিনা,মহসিন, মোজাহিদ, কতুব উদ্দিন প্রমুখ।

প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল পেয়ে খুশি সাধারণ মানুষ।

এসময় মো. নসিরুল ইসলাম খান( আওলাদ) বলেন, অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী আমরা উপকার ভোগী নিম্ন আয়ের মানুষদের মাঝে বরাদ্দ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। তাই আগামী নির্বাচনে তিনি  নৌকা মার্কায় ভোট দিতে সাধারণ জনগণকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost