নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন হতে গত ০৬-০৭-২০২৩ ইং আনুমানিক সকাল ০৭ ঘটিকায় সময় নিগার সুলতানা এশা (১৩) একটি মেয়ে হারানো গিয়াছে। তার বাবা নাম মোঃ কামাল হোসেন, সাং বেএাটি, মাইজখাপন,থানা ও জেলা কিশোরগঞ্জ।
মেয়ের বর্ননা : মোছাঃ নিগার সুলতানা এশা (১৩) তাহার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৯ ইঞ্চি,মুখ মন্ডল গোলাকার, স্বাস্থ্য মোটামুটি ভালো। তাহার পড়নে ছিল কমলা রঙের সেলোয়ার-কামিজ এবং কালো রংয়ের স্কাপ পরিহিত ছিল। উক্ত মেয়ে কিশোরগঞ্জের ভাষায় গোচালো কথা বলে। তাহার মাথার চুল কালো কুঁকড়ানো, অনুমান দের ফুট লম্বা। নিগার সুলতানা এশা তাড়াইল থানাধীন তালজাঙ্গা রামচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত আছে। গত ০৬-০৭-২০২৩ইং আনুমানিক সকাল ০৭ ঘটিকায় সময় নিগার সুলতানা এশা বাড়ি হইতে স্কুল কোচিং করার কথা বলে অটোরিকশা যোগে রওনা হইয়া যায়। যথাসময় বাসায় ফেরৎ না আসিলে সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয় স্বজনদের বাড়িসহ তাহার কোচিং সেন্টারে যোগাযোগ করি। তাহার বান্ধবীদের নিকট জিজ্ঞাসাবাদে জানাতে পারি যে ঐ তারিখ অটোরিকশা যোগে কিশোরগঞ্জ মডেল থানাধীন মাইজখাপন সাকিনস্হ রফিকুল ইসলাম কলেজের সামনে যাওয়ার পর অটোরিকশা হইতে নামিয়া নিখোঁজ হয়।গত সোমবার (১৭জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি যাহার নং ১১১১,থানা পুলিশের পাশাপাশি র্যাব-১৪ সিপিবি -২ মেয়েটিকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে এবং এখনো খোঁজাখোজি অব্যাহত আছে। যদি কোন রিদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে কিশোরগঞ্জ সদর মডেল থানা অথবা নিম্নে নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ ঠিকানা :-
মোঃ কামাল হোসেন
পিতাঃ মোঃ আঃ হেকিম
গ্রাম : বেএাটি,মাইজখাপন
কিশোরগঞ্জ সদর
মোবাইল –01610-161423
01720-161423
Leave a Reply