আজিজুল হক তালুকদার ::
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সূর্য উদয়ের সঙ্গে-সঙ্গে সরকারি ও বে-সরকারি প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবনাধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়।
মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা,শিশুদের চিএাংকন ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে রচনা প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা। এ ছাড়া করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয়-দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ পরেন।
দলীয় নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। অন্য দিকে উপজেলার এগারোটি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাঙ্গালি ভুজের আয়োজন করেন।
Leave a Reply