নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)গাজীপুর জেলা মহিলা দলের আয়োজনে স্থানীয় পুস্পদাম রিসোর্টে দিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মহিলা দলের গাজীপুর জেলার সভাপতি জান্নাত আরা ফেরদৌসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলনাহার বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মর্জিনা আফসার।
এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী,শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম,স্বেচ্ছাসেক দলের গাজীপুর জেলা সভাপতি আতাউর রহমান মোল্লা,গাজীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা,যুবদল নেতা আজিজুর রহমান সিনহা প্রমূখ।
এছাড়াও গাজীপুরের মহিলা দলের সকল শাখার নেতাকর্মীরা ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সরকার বিরোধী আন্দোলনে মহিলা দলকে রাজপথে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।