1. admin@banglatv21.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৭ বার পঠিত

 

আবু সাঈদ চৌধুরী গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর পূবাইলে ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন,বীর মুক্তিযোদ্ধা (প্রাক্তন) ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের পক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হরমুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহের আফরোজ চুমকি সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনিছুর রহমান মিঞা (বিপিএএ) সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ সভাপতি পূবাইল থানা আওয়ামী লীগ।অধ্যক্ষ এম জাহিদ আল মামুন সাধারণ সম্পাদক পূবাইল থানা আওয়ামী লীগ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা মেহেদী হাসান রিয়াদ অধ্যক্ষ পূবাইল সেন্ট্রাল কলেজ।আলমগীর হোসেন খান সভাপতি ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ।আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এর পাশাপাশি অনুষ্ঠানে ৫৭ জন বীর মুক্তিযোদ্ধা,ও অত্র বিদ্যালয়ের ১৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হিসেবে ফুল দিয়ে বরণ ও প্রত্যেককে ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা শেষে ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost