আজিজুল হক তালুকদার ::
শনিবার (৭ অক্টোবর) সকালে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিশেষ বর্ধিত সভায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এ কে এম নুরুন্নবী বাদল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন করিমগঞ্জ পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান বাবুল, মিজানুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভান্ডারী, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, দেহুন্দা ইউপি চেয়ারম্যান এমএ হানিফ, গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মোঃ হেলিম প্রমুখ।
বক্তাগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ কে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের জন্য আওয়ামী লীগ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা প্রদান করেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
Leave a Reply