মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিশেষ বর্ধিত সভায় বাংলদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম প্রধান বক্তা হিসেবে সভায় বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারেক উদ্দিন আবাদ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন কাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট জিল্লুর রহমান ঠাকুরের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা শাহ্ মাজহারুল ইসলামের সঞ্চালনায় ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিরুল ইসলাম খান বাবলু কে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের জন্য দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
Leave a Reply