নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “গাজীপুর সদর প্রেসক্লাব” এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ অক্টোবর) বিকালে গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। তার মধ্যে ভোটার হালনাগাদ ও নতুন সদস্য ভর্তির সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে জ্যৈষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসনের লিখিত প্রতিবাদ জানিয়ে গাজায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাতে বিশ্ব বাসীর প্রতি আহ্বান জানান গাজীপুর সদর প্রেসক্লাবের সদস্যরা। এছাড়াও আনসার সদস্যদের গ্রেফতার ও মালামাল জব্দের ক্ষমতা না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে।
প্রেসক্লাবের বিশেষ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-প্রেস ক্লাবের সহ-সভাপতি জিএস জয়,জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক কলামিস্ট হাফিজুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ রায়,সাংগঠনিক সম্পাদক রমজান আলী রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মনির শেখ,আইন বিষয়ক সম্পাদক সোহাগ রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা,দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার,সহ-দপ্তর সম্পাদক নূপুর আক্তার,সদস্য ইমরান হোসেন,আবু হুরায়রা, আতিক হাসান,শাকিল হাসান প্রমূখ।
Leave a Reply