আজিজুল হক তালুকদার:: কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে করিমগঞ্জ উপজেলা চত্ত্বরে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খাঁন আওলাদ এর নেতৃত্বে এই শান্তি ও উন্নয়ন সমাবেশটি করিমগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে করিমগঞ্জ বাজার ঘুরে আবার করিমগঞ্জ উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
শান্তি ও উন্নয়ন সমাবেশে করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খাঁন আওলাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে।
আবার এসব অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করা শুরু করেছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।
এসময় তিনি আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার কথাও জানান।
Leave a Reply