মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
৩ নভেম্বর(শুক্রবার)সকাল ০৯টায় কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে ভোরের আলো সাহিত্য আসরের এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিষয়বস্তু ছিলো “জেলহত্য দিবস।”
সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউর রহমান খান মিলন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন।
জাতীয় চার নেতাকে হত্যার শোক গাঁথা কবিতা,ছড়া, গান ও আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে এ আসরটি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বেতার ও টিভি শিল্পী একেএম জসীম উদ্দিন (হিরো), বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, শিক্ষক মোঃ হেলাল উদ্দিন আকন্দ, সংগঠনের উপদেষ্টা লায়ন মোঃ জাহাঙ্গীর আলম, বাউল শিল্পী মোঃ আবদুর রউফ, শিল্পী সাগর সরকার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক হাজী আবু সাঈদ, জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সারোয়ার জাহান, কবি ও গীতিকার মোঃ মর্তুজা জামাল, মোঃ হামিদুর রহমান (হামিদ),কবি জুটন দাস, হিরন আকন্দ, শিল্পী রাখাল চন্দ্র দাস, মানবাধিকার কর্মী মির্জা মাহবুবা বেগ মৌসুমী ও আকলিমা আক্তার প্রমুখ।
এ আসরে সবাই স্ব-স্ব অনুভূতি থেকে জাতীয় চার নেতার নৃশংস হত্যাকান্ড বিষয়ে খেদোক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থান সংকুলানের অভাবে উপস্থিত ব্যক্তিবর্গ রাস্তায় দাঁড়িয়ে থাকেন।কেউ কেউ জমজমাট উপস্থিতি দেখেই নিজ বাসায় ফিরে যান।কেউ কেউ আবার ফোন করে উপস্থিতির খবর নিয়ে দূর থেকেই থেমে যান এবং আফসোস করতে করতে প্রস্থান করেন।
অনুষ্ঠান শেষে চার শহীদের প্রতি বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অতপর সভাপতি আজিজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply