মোঃ ছাবির উদ্দিন রাজু , ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভৈরবে ১০ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ১৪ আটককৃতরা হলো কুমিল্লার ব্র্যাক্ষণ পাড়ার দেউস গ্রামের মোঃ রৌশন আলীর পুত্র প্রাইভেটকার চালক মোঃ আরমান (৫০) একই গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৫০) ও কল্পবাস গ্রামের মৃত আঃ মালেকের পুত্র মোঃ আবু তাহের। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ জাহিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ভৈরব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাটালমোড়ে ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে আটককৃতদের দখলে ১০ কেজি গাঁজা ও ৩ টি মোবাইল ফোন নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয় । ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করেছে
Leave a Reply