মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ব্র্যাক ব্যাংকের ভৈরব শাখার একটি একাউন্ট থেকে শাহিদা আক্তার রিপা নামের এক নারী গ্রাহকের জমাকৃত ৮ লক্ষ ৯০ হাজার টাকা উধাও হয়ে গেছে। ভুক্তভোগীর ৫ লাখ টাকা তাহার আরেক একাউন্টে কিভাবে ট্রান্সফার হয়েছে সেটা ভুক্তভোগী নিজেও জানেননা। আর বাকি ৩ লক্ষ ৯০ হাজার টাকা বিভিন্ন বিকাশ ও রকেটের মাধ্যমে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে জুবায়ের নামে এক ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের উপর চড়াও হোন।
গ্রাহক শাহিদা আক্তার জানান, ২ জানুয়ারি ৪ লক্ষ টাকা জমা দেয়ার পর আমার একাউন্টে ৯ লক্ষ ৩৩ হাজার ৮শত টাকা থাকার কথা। আজ ২৪ জানুয়ারি বুধবার ব্যাংকে লেনদেন করতে এসে দেখতে পাই আমার একাউন্ট থেকে প্রায় ৮ লক্ষ ৯০ হাজার টাকা সরিয়ে নেয়া হয়েছে। পরে ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখেন পাই আমার জমানো টাকা প্রায় শেষ। পরে স্টেটমেন্ট দেখে জানতে পারি আমার আরেকটি পুরনো একাউন্টে ৫ লক্ষ টাকা নতুন করে জমা রয়েছেন জা আমি নিজেও জানতামনা। যদিও পুরনো একাউন্টে আমি ২ বছর যাবত কোন প্রকার লেনদেন করি নাই, তবে ঐ একাউন্টে কিভাবে টাকা জমা হল এটা আমার প্রশ্ন ? বাকি ৩ লক্ষ ৯০ হাজার টাকা বিকাশ ও রকেটের মাধ্যমে সরিয়ে নিয়েছে একটি চক্র। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দাখিল করব।
এ বিষয়ে ভৈরব শাখা ব্রাঞ্চ ম্যানেজার মো. শরীফ আল মাহমুদ জানান, অভিযোগ জানার পর আমরা জেনেছি ও দেখে বুঝতে পেরেছি উনার একাউন্ট হ্যাক হতে পারে। এক একাউন্ট থেকে আরেক একাউন্টে লেনদেন হয়েছে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। বাকী টাকা বিকাশ ও রকেটের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। গ্রাহক যেহেতু টাকা উত্তোলন করে নাই। আমার হেড অফিসে বিষয়টি অবগত করেছি। বিষয়টি তদন্তের পর মূল ঘটনার কারণ জানা যাবে।
Leave a Reply