আজিজুল হক তালুকদার :: গাজীপুরের ভবানীপুরে হাজ্বী ইমান আলীর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে ১৫ টি রুম,নগদ টাকা,জরুরী কাগজপত্র সহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিকরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাজ্বী ইমান আলী বাংলা টিভি টুয়েন্টি ওয়ান কে জানান, ভাড়াটিয়া শরীফ মিয়ার রুম থাকা গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর বিদ্যুতের তারের সাথে সংযোগে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। ভাড়াটিয়া রুমগুলো তালাবদ্ধ থাকায় এবং তারা বিভিন্ন কারখানায় কর্মরত থাকায় তাদের রুম থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের শ্রীপুর ও গাজীপুর সদর এই দুটি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়।
Leave a Reply