1. admin@banglatv21.com : admin :
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

করিমগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে জামাল উদ্দিন ফকিরের মতবিনিময়

প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কান্দাইল (বানকাটা) গ্রামের জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত সামছুদ্দিন ফকিরের ছেলে জামাল উদ্দিন ফকিরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন করিমগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে ৯ মার্চ শনিবার বিকেলে বালিয়া বাজারের জয়কা ইউনিয়ন পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ইউপি সাবেক সদস্য তৌহিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়কা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক খোকন, নোয়াবাদ ইউনিয়ন যুব লীগের সভাপতি মিসবাহ উদ্দিন কাঞ্চন,আওয়ামী লীগ নেতা মাহাবুব রহমান রিপন,কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল রিকোটিং লাইমেন এর চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ফকির, মশিউর রহমান(শামিম), সাংগঠনিক সম্পাদক রতন, বারঘরিয়া ইউপি সদস্য হেলাল উদ্দিন, ফজলুর রহমান, জয়কা ইউপি সদস্য আব্দুল জলিল, হাসেন আলী, কামাল পাশা, জয়কা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মোকাররম মাস্টার প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, আজকে মতবিনিময় সভার আয়োজন করে জয়কা ইউনিয়ন বাসী। কিন্তু প্রথম মতবিনিময় সভাটি জনসভায় রুপান্তরিত হয়। এতেই বুঝা যায় জামাল উদ্দিন ফকির কতোটা জনপ্রিয়তা অর্জন করেছে এলাকাবাসীর নিকট। তাই, আমরা দক্ষিন করিমগঞ্জ বাসী বিগত দিনের সকল ভূলত্রুটি মার্জিত করে আসন্ন উপজেলা নির্বাচনে আমাদের এলাকার মৃত সামছুদ্দিন ফকিরের কৃতি সন্তান জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্নআহ্বায়ক জামাল উদ্দিন ফকিরকে দলমত নির্বিশেষে একাত্বতা প্রকাশ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী করার প্রত্যয়ে শপথ করলাম।
এসময় জয়কা ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের শত শত নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost