আজিজুল হক তালুকদার ::
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল-আজহার নামাজ শেষ হয়েছে। ভোর ৫টা ৪৫ মিনিটে দুবাই ঈদগাহ ময়দানে আদায় হয় পবিত্র ঈদুল-আজহার নামাজ।
ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী।
সূর্য ওঠার আগেই বিশাল দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা
আমিরাতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
এছাড়া দুবাইয়ের দেরা বাংলা বাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামায়াত শেষ হয় একই সময়। অন্য দেশের নাগরিকদের থেকে সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়।
জামায়াত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply