নিজস্ব প্রতিবেদক :: কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসমিন আক্তার। বিদ্যালয়ের শিক্ষিক হাফিজুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আঃ মোমেন । বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খালেকুজ্জামান কাঞ্চন, কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক এম এ হান্নান, অভিভাবক সদস্য সোহেল খান উপস্থিত ছিলেন তাসলিমা মেমোরিয়াল কলেজের প্রভাষক আবুল কায়সার, মোঃ কামরুজ্জামান আজাদ শিক্ষক জয়নুল আবেদীন মিলন , শিক্ষক মোঃ আলী, শিক্ষক মাসুদুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply